শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : জ্যেষ্ঠ সাংবাদিক সরওয়ার আহমদ রচিত ‘জাতীয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে মৌলভীবাজার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ মার্চ) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা শহরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
৬০৮ পৃষ্ঠার বইয়ে মৌলভীবাজারের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে ইতিহাস ও নানা ঘটনাবলী উঠে এসেছে।