1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রে মৌসুমের শেষ নিলাম সম্পন্ন

  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৫৯৮ বার পঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : দেশের আন্তর্জাতিক দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের ২০২১-২২ সালে ২২তম শেষ চা নিলাম সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের খাঁন টাওয়ারের দ্বিতীয় তলায় দেশের ২২তম চা নিলাম সম্পন্ন হয়।

নিলামে লুয়াইনি চা বাগান, নাহার চা বাগান, সাগরনাল চা বাগান, পঞ্চগড়ের সুরমা ও পূর্ণিমা চা বাগান, শ্রী-বাড়ী চা বাগান, বৃন্দাবন চা বাগান, এম আর খান চা বাগান, জুলেখা নগর চা বাগান, ধামাই চা বাগান, বাহাদুর পুর চা বাগান, হাফিজ চা বাগান, সোনা রুপা চা বাগানের চা তোলা হয়।

নিলামে প্রতি কেজি চায়ের সর্বোচ্চ দাম ছিল লুয়াইনি চা বাগানের জিওবি সাইজের চা ৬২০ টাকা, সাগরনাল চা বাগানের চা ৫৫০টাকা, নাহার চা বাগানের চা ৫০০ টাকা ও শ্রী বাড়ী চা বাগানে চা ৪৮০ টাকা দরে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে। তারমধ্যে বৃন্দাবন চা বাগানের গ্রীন টি ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হয়।

টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (টিপিটিএবির) ব্যবস্থাপনায় অনুষ্ঠিত নিলামে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বায়ার ও ৫টি ব্রোকার্স হাউজ অংশ নেয়।

ব্রোকার্সগুলো হলো, সোনার বাংলা ব্রোকার্স, জিএস ব্রোকার্স,শ্রীমঙ্গল ব্রোকার্স,রুপসী বাংলা ব্রোকার্স, জালালাবাদ ব্রোকার্স। এরমধ্যে সব চা বিক্রি হয়েছে।

শ্রীমঙ্গল সোনার বাংলা ব্রোকার্সের চেয়ারম্যান শহীদ আহমদ জানান, শেষ নিলামে চায়ের ভালো দামে বিক্রি হয়েছে। প্রতিটি নিলামে ধারাবাহিকভাবে চা বিক্রি বেড়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..