রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার: মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার। দিবসটির প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন স্থানীয় এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা,রাজনীবদসমহ বিভিন্ন সরকারী বেবরকারী প্রতিষ্টান। এ-দিনটিতে সৌধ প্রাঙ্গণে ঢল নামবে লাখো মানুষের। তাদের হৃদয় শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে শহীদ মিনার। তবে প্রতি বছরের মতো নানা স্থাপনায় রঙ-তুলির আঁচড় পড়েনি এবার।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়নোসহ নিরাপত্তার স্বার্থে শহীদ মিনার প্রাঙ্গণের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নির্বিঘ্নে বাঙালি জাতি যাতে অহংকারের দিনটি উদযাপন করতে পারবেন।