1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

৯৪তম অস্কার পেলেন যারা

  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৭৮ বার পঠিত

বিনোদন ডেস্ক :: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক আসর অস্কার। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস উদযাপন করতে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে সমবেত হয়েছেন হলিউডের প্রথম সারির তারকারা। ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করছে হবে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান।

মহামারি করোনাভাইরাসের কারণে এক মাস পিছিয়ে সোমবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টায় প্রচার শুরু হয় অনুষ্ঠানটির।

অস্কারের তিন উপস্থাপক
অস্কারের তিন উপস্থাপক

অনুষ্ঠানের শুরুতেই ঘোষণা করা হয় সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কারের। এ বছর পুরস্কারটি জিতে নিয়েছেন আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)। এরপর ঘোষণা করা হয় সেরা সিনেমাটোগ্রাফি বিভাগের পুরস্কার। পুরস্কারটি জিতে নিয়েছেন গ্রেইগ ফ্রেজার। ‘ডুন’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এ ছাড়া সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন বধির অভিনেতা ট্রয় কটসার (কোডা)। তিনি অস্কারজয়ী দ্বিতীয় বধির অভিনেতা।

যারা পেলেন পুরস্কার:

বেস্ট সাউন্ড: ডুন
বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট: দ্য কুইন অব বাস্কেটবল
বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য উইন্ডশিল্ড উইপার

বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য লং গুডবাই
বেস্ট অরিজিনাল স্কোর: হ্যানঝ জিমার (ডুন)
বেস্ট ফিল্ম এডিটিং: জো ওয়াকার (ডুন)
বেস্ট প্রোডাকশন ডিজাইন: ডুন
বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল: দ্য আইজ অব টেমি ফে

সেরা অভিনেত্রী (পার্শ্বচরিত্র): আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)
সেরা অভিনেতা (পার্শ্বচরিত্র): ট্রয় খটসর (কোডা)
বেস্ট সিনেমাটোগ্রাফি: গ্রেগ ফ্রাসার (ডুন)
বেস্ট ভিজুয়াল ইফেক্টস: ডুন
বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম: এনকান্টো
বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার: ড্রাইভ মাই কার

এবারের অস্কার উপস্থাপনা করছেন কমেডিয়ান ওয়ান্ডা স্কাইস, অ্যামি ‍সুমার ও অভিনেত্রী রেজিনা হল। করোনার প্রভাব কাটিয়ে এবার সরাসরি বসেছে ৯৪তম অস্কার। অনুষ্ঠানটি প্রচার করছে স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেল। অনুষ্ঠান চলাকালে বিজয়ীদের নাম জানানো হচ্ছে টুইটারেও।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..