1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো হুইল চেয়ার ক্রিকেট প্রীতিম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৪৭ বার পঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি :: বর্ণিল সাজে সজ্জিত শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হলো হুইল চেয়ার ক্রিকেট প্রীতিম্যাচ। বিকেল ৪ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে এই প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থা এই ক্রিকেট প্রীতি ম্যাচের আয়োজন করে।

হুইল চেয়ার ক্রিকেট প্রীতিম্যাচে ময়মনসিংহ হুইল চেয়ার ক্রিকেট টিম ও শ্রীমঙ্গল উপজেলা হুইল চেয়ার ক্রিকেট টিম অংশগ্রহণ করেন।

আজ বিকেল ৪ টায় জাতীয় পতাকা ও ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হুইল চেয়ার ক্রিকেট প্রীতি ম্যাচের শুভ সূচনা হয়। খেলায় টসে জিতে শ্রীমঙ্গল দল ব্যাটিং এর সিদ্ধান্ত নেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (অপারেশান) নয়ন কারকুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ।

প্রীতিম্যাচে ধারা ভাষ্যকার ছিলেন ময়মনসিংহের ফারুক মাস্টার। আম্পায়ারের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ক্রিকেট কোচ তাপস দত্ত।

টসে জিতে ব্যাট করতে নেমে শ্রীমঙ্গল দল নির্ধারিত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৪ রান করে। জবাবে ময়মনসিংহ দল ৯.৪ ওভারে ৮৪ রান করে অল আউট হয়ে যায়। শ্রীমঙ্গল দল ২০ রানে জয় লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শ্রীমঙ্গল দলের জামাল।

 

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..