স্টাফ রিপোটার: কুলাউড়ায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় শাহেনা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বরমচালের কলিমাবাদ এলাকার তখলিছ মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার বরমচাল ইউনিয়নের কলিমাবাদ এলাকার একটি টিলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে থাকা কুলাউড়া থানার এসআই মো. মহসীন তালুকদার মোবাইলে জানান, উদ্ধারকৃত নারী শাহেনা প্রায় দুই বছর ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।
জানা যায়, বুধবার দিবাগত রাতে তিনি নিজের ঘরে ঘুমাতে যান। সেহরির সময় ওঠে শাহেনাকে ঘরে দেখতে পেয়ে স্বামী সন্তানরা তাকে খুঁজতে থাকেন। ভোর ৬টার দিকে বসত ঘরের একটু অদূরে নির্জন টিলার নিচের দিকে একটি গাছের গোঁড়ায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দেন তারা।
কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ বিনয় ভূষন রায় জানান, মৃত শাহেনার পরিবারের সদস্যের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেছে। ম্যাজিস্ট্রেটের অনুমতি পেলে আইনি প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি
সম্পাদক ও প্রকাশক: শেখ সিরাজুল ইসলাম সিরাজ
মোবাইল: ০১৭১১-৯০৬৪১৪/০১৬১১-৯০৬৪১৪.(ওয়ার্সআপ) ০১৭৬১৭১৫৭৮৬
প্রধান উপদেষ্টা :এডভোকেট মুজিবুর রহমান মুজিব ।।
পৃষ্টপোষক: সৈয়দ গৌছুল হোসেন//
বাংলাদেশ অফিস:জুলিয়া শপিং সিটি, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার- ৩২০০।
বার্তা সম্পাদক ও ঢাকা অফিস: এম শাহাজাহান মিয়া ৫৬/৪মতিঝিল, ঢাকা, মোবাইল: ০১৮১১-৯৫৫৫১৭।
আমেরিকা অফিস: সৈয়দ গৌছুল হোসেন মোবাইল: +১৬৩১৮০৫৩৭০৯
লন্ডন অফিস:শাহিনুল হক মঞ্জু +৪৪৭৫৩৫৪১৪৬৪১
e-mail : [email protected]/ [email protected]