1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

১০ শিক্ষার্থী পেল ক্র্যাবের শিক্ষাবৃত্তি

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২৩২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্রাব) পক্ষ থেকে ১০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (১৫ এপ্রিল) ক্র্যাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত আইজি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘দীর্ঘ ১৩ বছর আমি ক্রাবের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে আসছি। অনেক সময় আমি কনফিউজড হয়ে যাই এটা ভেবে যে, আমি পুলিশ নাকি সাংবাদিক? আজ শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে, হোক সেটা ছোট পরিসরে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্র্যাব এ ধরনের আয়োজন করবে বলে আশা করি।’

এসবির প্রধান আরও বলেন, ‘ক্র্যাব শুধু ট্যুর, ইফতার নিয়েই থাকে না। এ সংগঠনটি অনেক ধরনের কাজ করে থাকে। খেলার মাঠ থেকে বাচ্চাদের চিত্রাঙ্কনসহ নানা অনুষ্ঠান ক্র্যাব করে থাকে। ক্রাবের কার্যক্রমে নতুন মাত্রা শিক্ষাবৃত্তি। ক্র্যাবের সব কার্যক্রমে আগেও পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।’

ক্র্যাবের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাবেক সভাপতি ও উপদেষ্টা খায়রুজ্জামান কামাল, ডিআরইউ’র সাবেক সভাপতি ও ক্র্যাবের সিনিয়র সদস্য সাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ।

বৃত্তি পেলেন যারা
এবার শিক্ষাবৃত্তি পেয়েছেন ক্র্যাবের প্রয়াত সদস্য আসলাম রহমানের মেয়ে সিমি রহমান, সোহানুর রহমানের ছেলে তাহসিন, আজাদ হোসেন সুমনের মেয়ে কামরুননেসা মাহি, ক্র্যাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হরলাল রায় সাগরের মেয়ে অর্পিতা রায় মায়াবী, সাবেক অর্থ সম্পাদক এস এম দোলোয়ার হোসেনের ছেলে এস এম রেদোয়ান হোসেন, মোহাম্মদ জামাল উদ্দিনের ছেলে আহমেদ আবীর, ইকবাল হাসান ফরিদের ছেলে অনন্য আরাফ, ক্র্যাব সদস্য মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর মেয়ে নাফিসা চৌধুরী, বেলাল উদ্দিন সেতুর ছেলে সেফাত সানায়াত ও ফজলুল হক শাওনের ছেলে সপ্নীল।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..