বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখার তালিমপুর ইউনিয়নের পাঁচ কৃষকের ৫ বিঘা জমির বোরো ধান কেটে দিয়েছে উপজেলা যুবলীগ। সোমবার দুপুরে বাড্ডা এলাকার স্বপন বিশ্বাস ও দিলীপ বিশ্বাস, পাবিজুরি এলাকার দিনেশ দাস এবং নুনুয়া এলাকার সন্তোস দাসসহ পাঁচজন কৃষকের ৫ বিঘা জমির ধান কেটে দেওয়া হয়েছে। এরমধ্যে ২ বিঘা জমির ধান উপজেলা যুবলীগ সভাপতি মুহাম্মদ তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক কামাল হোসেন দলের নেতাকর্মীদের নিয়ে কেটেছেন। আরও ৩ বিঘার ধান শ্রমিক দিয়ে কেটে দেওয়া হয়েছে।
ধান কাটায় অংশ নেন তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদুৎ কান্তি দাস, উপজেলা যুবলীগ সহসভাপতি মহিউদ্দিন আদনান, নাজমুল আবেদিন, সহসাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রেহান পারভেজ রিপন, সাংগঠনিক সম্পাদক সঞ্জিত দাস, প্রচার সম্পাদক প্রভাষক বদরুল ইসলাম মনু, সহসম্পাদক ফয়সল আহমদ, আসাদুজ্জামান আসাদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নোমান আহমদ, শিক্ষক শুভাশীষ দে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হোসাইন প্রমুখ।
উপজেলা যুবলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন বলেন, কেন্দ্রীয় যুবলীগ ও জেলা যুবলীগের নির্দেশে আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। আমরা পাঁচজন কৃষকের ৫ বিঘা জমির ধান কেটে দিয়েছি। এর মধ্যে ২ বিঘা জমির ধান দলের নেতাকর্মীদের নিয়ে কেটেছি। আর ৩ বিঘা জমির ধান শ্রমিক লাগিয়ে কেটে দিয়েছি। ধান কেটে দেওয়ায় কৃষকরা খুব খুশি হয়েছেন।