শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: ফার্ম শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের ৭ম জাতীয় সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, পুরো কৃষি ব্যবস্থাপনাকে লাভজনক করতে সব রকম চেষ্টা করা হচ্ছে। যেসব শ্রমিক সারাবছর কাজ করেন, তাদের নিয়মিত করা সম্ভব
এ সময় বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা রাশেদ খান মেনন বলেন, দেশে আমলা ও শ্রমিকদের মধ্যে বৈষম্য অনেক। যারা সম্পদের পাহাড় গড়েছে, তাদের মুখোশ উন্মোচন করার আহবান জানান মেনন।
দেশ এগিয়ে যাচ্ছে ঠিক, কিন্তু উন্নয়নের কারিগর যারা সেই সব শ্রমিকদের প্রাধান্য দিতে সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রীলংকা হবে না। দেশে ক্ষমতায় দল বদল হলেও কৃষি ফার্ম শ্রমিক ঐক্যবদ্ধ ছিল ও থাকবে।