1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ভালো খেলেছি, তবে পারফেক্ট নয় : ক্লপ

  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৭২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : ‌’জো জিতা উহি সিকান্দার।’ আমির খান অভিনীত সিমেনাটির ইংরেজি কিংবা জার্মান অনুবাদ নিশ্চয় জানা লিভারপুল কোচ জার্গেন ক্লপের। কারণ ইতিহাসে যে শুধু চ্যাম্পিয়ন দলের নাম লেখা থাকে। পরাজিত দল ভালো খেললেও তার বর্ণনা থাকে না। মানুষ স্মরণও করে না।

ক্লপ তাই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ভালো খেলে ১-০ গোলে হারে মোটেও খুশি হতে পারছেন না। লিভারপুল ভালো খেলায় বাহবা পাচ্ছে। তবে ক্লপের মুখে আক্ষেপ দল পারফেক্ট ম্যাচ খেলতে না পারায়।

ম্যাচ শেষে ক্লপ বলেছেন, ‘ড্রেসিংরুমে কেউ মৌসুমটাকে অসাধারণ ভাবতে পারছে না। এটা সামলে উঠতে হয়তো আমাদের আরও কয়েক ঘণ্টা লাগবে। অল্প সময়ের ব্যবধানে দুটি ফাইনাল (ইপিএল, ইউসিএল) আমাদের বিপক্ষে গেছে। আমরা ভালো খেলেছি, পারফেক্ট খেলিনি। এমন ডিপ ফরমেশনে (রক্ষণাত্মক) খেলা প্রতিপক্ষের বিপক্ষে পারফেক্ট ম্যাচ খেলা যায়ও না।’

মৌসুমে কোয়াড্রপল (চার শিরোপা) জয়ের সুযোগ ছিল ক্লপের লিভারপুলের। দুটি শিরোপা জিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে রেডসদের। খুশি কী করে হন ক্লপ, ‘আমরা গোলে অনেকগুলো শট নিয়েছি। কিন্তু কোনটাই পরিষ্কার শট ছিল না। কর্তোয়া দুটি ভালো দুর্দান্ত সেভ দিয়েছে।’

আগামী মৌসুমে আবার রেডসদের ফাইনালে দেখা যাবে বলেও সাহসী মন্তব্য করেছেন জার্মান কোচ ক্লপ, ‘ফাইনাল খেলাও বড় সাফল্য। যদিও এমন ভালো আমরা চাইনি। আমি আত্মবিশ্বাসী, আবার আমরা ফাইনালে আসবো। ছেলেরা খুবই লড়াকু। আগামী ফাইনাল কোথায়? ইস্তাম্বুল? আমাদের জন্য হোটেল বুক দিয়ে রাখুন!’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..