বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও রিকশাভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বাসটি খাদে পড়ে ১০-১২ জন আহত হন।
আজ বুধবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল চালক আলী ওসমান (৩৩) সাতক্ষীরার তালার নিবাসী এবং ভ্যানচালক সালেক (৬৬) ডুমুরিয়ার গোলনার বাসিন্দা।
ডুমুরিয়া থানার ওসি মো. কনি মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের চালক ও ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া নারী-শিশুসহ বাসের ১০-১২ জন যাত্রী আহত হয়। আহত ব্যক্তিদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।