বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক :: উইকেট কড়ার দিনে অভিষেক টেস্টেই সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট পেলেন শরিফুল ইসলাম। দিমুথ করুণারত্নেকে ১১৮ রানে লিটন দাশের ক্যাচ বানান বাংলাদেশের বাঁহাতি পেসার। ১৯০ বলে ১৫ চারে সাজানো ছিল শ্রীলঙ্কা অধিনায়কের ইনিংস। ওপেনিংয়ে লাহিরু থিরিমান্নের সঙ্গে তার জুটি ২০৯ রানের।
টেস্ট ক্যারিয়ারের তিন নম্বর সেঞ্চুরির দেখা পেলেন লাহিরু থিরিমান্নে। ২১২ বলে ১১ চারে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় শতক হাঁকান শ্রীলঙ্কার এই ওপেনার। তাসকিন আহমেদের ওভারে কভার ড্রাইভে এক্সট্রা কভার দিয়ে বল পাঠিয়ে তিনটি রান নিয়ে সেঞ্চুরি করেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও আরেকটি সেঞ্চুরি করলেন করুণারত্নে। ১৩ চারে ১২তম শতক তিনি হাঁকান ১৬৫ বল খেলে।
এর আগে ক্যান্ডিতে প্রথম টেস্টে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরিকে প্রথমবার ডাবল সেঞ্চুরিতে রূপ দেন দিমুথ করুণারত্নে।
সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৮৫ ওভারে ২৭১/১ (থিরিমান্নে ১১৭, ওশাডা ফার্নান্ডো ৩৪)