1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সাদেক সিদ্দিকী’র পরিচালনায় শিপন-সুবাহ্

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৬১ বার পঠিত

অনলাইন ডেস্ক: চিত্রনায়ক শিপন মিত্র ও চিত্রনায়িকা সুবাহ্ প্রথমবার একসঙ্গে একটি সিনেমাতে অভিনয় করেছিলেন। এরইমধ্যে সেই সিনেমার কাজও তারা শেষ করেছেন। এবার তারা দু’জন প্রথমবার একসঙ্গে একটি ঈদ নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘কারাতে বউ চাই’। নাটকটি নির্মাণ করেছেন সাদেক সিদ্দিকী, রচনা করেছেন মির্জা রাকিব। এরইমধ্যে নাটকটির শুটিং শেষে প্রচারের চূড়ান্ত তারিখ ও সময় নির্ধারণও করা হয়েছে। আগামী ঈদে চতুর্থদিন সবকিছু ঠিকঠাক থাকলে সেদিন রাত ৮.১০ মিনিটে নাটকটি প্রচার হবে বৈশাখী টিভিতে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শিপন মিত্র বলেন,‘ এর আগেও আমি শ্রদ্ধেয় সাদেক সিদ্দিকী ভাইয়ের বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি।

তার গল্প নির্বাচন এবং তার নির্দেশনায় আমার ভীষণ পছন্দের। শুটিং চলাকালীন সময়ে আমরা কাজের ফাঁকে আমরা আড্ডা দেই সত্যি। কিন্তু যখন আবার কাজ করি তখন যার যার চরিত্রে বেশ সিরিয়াসলিই কাজ করি আমরা। অভিনয়ে সুবাহ্ আগের চেয়ে ভালো করেছে। এই নাটকটি কমেডি ঘরানার নাটক হলেও একটা ম্যাসেজ আছে । আশা করছি ভালোলাগবে।’  সুবাহ্ বলেন,‘ কারাতে বউ চাই, আমার অভিনীত দ্বিতীয় নাটক। এই নাটকে কাজ করার অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম ছিলো। কারণ গল্পটাই ভিন্ন ধাঁচের। কারাতের উপরই নাটকটির গল্প। আমি ধন্যবাদ জানাই সাদেক সিদ্দিকী ভাইকে এমন মজার একটি গল্পে আমাকে নির্বাচিত করার জন্য। নাটকে যারা কাজ করেছেন প্রত্যেকেই ভীষণ সযোগিতা করেছেন। যে কারণে নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’

 

এদিকে মুঠোফোনে সুবাহ্ জানান, তিনি লকডাউনের আগে থেকেই রংপুরে আছেন। রংপুরের টেকনিক্যালের পাশেই তাদের বাসা। সেখানে তিনি বাবা, মা, ভাই, বোনের সঙ্গে সময় কাটাচ্ছেন। দুই বছর আগে পহেলা বৈশাখে প্রয়াত সেলিম খানের প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা থেকে সুবাহ্’র প্রথম মৌলিক গান ‘চল মেলায় যাইরে’ প্রকাশিত হয়। ২০১৯ সালে প্লে-ব্যাক করতে গিয়েই তার নায়িকা হয়ে উঠা। শিপন মিত্র ও সুবাহ্’ এরইমধ্যে প্রায় শেষ করেছেন রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি। এছাড়াও সুবাহ্ কাজ করছেন আব্দুল মান্নান পরিচালিত ‘মন বসেছে পড়ার টেবিলে’ সিনেমায়। তার অভিনীত প্রথম নাটক ‘ওল্ড ইজ গোল্ড’। এটি নির্মাণ করেছেন জয় সরকার এবং এতে সুবাহ্’র বিপরীতে অভিনয় করেছেন জাহিদ হাসান। সুবাহ্ আরমান আলিফের ‘ঠিকানা দেবো না’ গানটিতেও মডেল হিসেবে কাজ করেছেন। এদিকে শিপন এরইমধ্যে সাদেক সিদ্দিকীলই পরিচালণায় ‘প্রেমবাজ’ নাটকের কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন মৌমিতা মৌ। দুটি নাটকেই দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাগর সিদ্দিকী।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..