বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভী বাজার আব্দালপুরে দূর্গা পূজার মন্ডপে সন্ত্রাসী হামলায় অনিষ দেব(২৩) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। জানাগেছে, নিহত অনিষ দেব আব্দালপুর গ্রামের পুতুল দেবের পুত্র। এ সন্ত্রাসী হামলায় আরো ১৫জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭সেপ্টেম্বর) কামালপুর ইউনিয়নের আব্দালপুর গ্রামে। এলাকাবাসী সুত্রে জানাযায়, সনাতন ধর্মের লোকেরা প্রতি বছরের মতো আব্দালপুর গ্রামে দূর্গাপুজার আয়োজন করে। এলাকার জামাত শিবিরের কিছু সন্ত্রাসী ছেলেরা রাত ৪ ঘটিকার সময় দেশীয় অস্ত্র নিয়ে দূর্গাপুজা মন্ডপে হামলা চালায়। এসময় সন্ত্রসীরা মূর্তি ভাংচুর করে। সন্ত্রাসী হামলার প্রতিবাদ করায় মুসলমান ও সনাতন ধর্মের লোকদেরেকে মারধোর করে আহত করা হয়। আহতরা হলেন, নিহত অনিষ দেবের বন্ধু একি গ্রামের আবু সুফিয়ান (২৩), নিকিল দে(৩২), সমর কান্তি ধর(২৮), শংকর হলদার(৫০), দেবেন্দ্র মালাকার(৫৪), বাবুল মিয়া(২৩), রানু দাশ(২৭), সালাম মিয়া(২৩), সুনিল বৈদ্য(৬২), কাঞ্চন ঘোষ(১৮), সীমা দাস(২২) সহ এঘটনায় ১৫জন আহত হন। আহতদেরকে মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত ডাক্তার অনিষ দেবকে মৃত ঘোষনা করেন। এঘটনায় অনিষ দেবের পিতা পুতুল দেব বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় হত্যা ও মূর্তি ভাংচুরের মামলা করেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।