সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে এডাবের সহযোগী সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি নিরুপন যোগাযোগ, জন সম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন।
লেখক-গবেষক আহমেদ সিরাজের সভাপতিত্বে ও সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব নিরুর পরিচালনায় মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুর নাহার পারভীন, এডাব জেলা সমন্বয়কারী মেহেদি হাসান সুজন, আইএফসি রোকসানা আক্তার, সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, প্রভাষক রাবেয়া খাতুন, প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশ, নারীনেত্রী মুন্না দেবরায়, সাংবাদিক নুরুল মোহাইমিন মিল্টন, মোস্তাফিজুর রহমান, শাহিন আহমেদ, পিন্টু দেবনাথ, সীতারাম বিন, নির্মল এস পলাশ, আব্দুল বাছিত খান, সালাউদ্দিন শুভ, মোঃ মোনায়েম খান প্রমুখ।