বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
রাজনগর প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৫নং রাজনগর ইউনিয়নের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সোমবার ইউনিয়ন পরিষদের হল রোমে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে ঘোষণা করা হয়েছে। বাজেটে ১ কোটি ১১ লাখ ৭৫ হাজার ২৪৩ টাকা আয় ও ১ কোটি ৮ লাখ ২৬ হাজার টাকা ব্যয় এবং ৩ লাখ ৪৯ হাজার ২৪৩ টাকা উদ্বৃত্ত ধরা হয়।
রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাজেট সভায় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের সচিব তপন দেব। বাজেট উপস্থাপন করেন আব্দুল কাইয়ুম বকুল। এবাদুর রহমানের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট আলোচনায় বক্তব্য রাখেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সহ সভাপতি শংকর দুলাল দেব, বিশিষ্ট ব্যবসায়ী ফারুকুজ্জামান খান, ফজলুল হক নিরু, ইউপি সদস্য সাবেক প্যানেল চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, ইউপি সদস্য মাছুমুর রহমান, সাংবাদিক আহমদউর রহমান ইমরান, আক্তার হোসেন সাগর ও খসরু চৌধুরী প্রমুখ। এবারের বাজেট গ্রামীন অবকাটামো উন্নয়নে এবং স্বচ্চ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনে ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যাক্ত করেন।