সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মাঝে আব্দুল লতিফ খাঁন ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে লতিফ খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে ও কুলাউড়া সানরাইজ এস এস ক্লাবের আয়োজনে এ ত্রাণসামগ্রী সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক।
বিশেষ অতিথি ছিলেন- কাদিপুরের ৫ নং ইউপি সদস্য দিপু ধর, কুলাউড়া সদর ইউপির মহিলা সদস্য হাছিনা আক্তার ডলি, রেখা ধর, কুলাউড়া পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি এপি তালুকদার রনি, সানরাইজ এস এস ক্লাবের সিনিয়র সদস্য লিংকন তালুকদার, ক্লাবের সাধারণ সম্পাদক এপি তালুকদার টনি, সাংগঠনিক সম্পাদক মাহিনুর রহমান মাহিন প্রমুখ।
ত্রাণ বিতরণীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে আব্দুল লতিফ খাঁন ফাউন্ডেশনের ট্রাস্টি, স্কোয়াড্রন লিডার (অব.) সাদরুল আহমেদ খাঁন বলেন, বন্যা, খরা, আনন্দ, বেদনা, সকল পরিস্থিতিতে লতিফ খাঁন ফাউন্ডেশন অসহায়দের পাশে থাকতে চায়।
উল্লেখ্য, বন্যার শুরু থেকেই লতিফ খাঁন ফাউন্ডেশন অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে।