বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি :: বাংলাদেশের স্বক্ষমতার প্রতীক পদ্মা সেতুর ছবি প্রথম হাতে আঁকলো মৌলভীবাজরের শ্রীমঙ্গলের ১৬ জন কিশোর কিশোরী। আঁকার পর বৃহস্পতিবার সকালে তা সবাইকে দেখানোর জন্য নিজেরাই প্রদর্শন করে। আর তারা এ ছবি আঁকে পদ্মা সেতু সামনে থেকে না দেখেই।
দৈনিক আজকের পত্রিকার প্রথমবর্ষ উপলক্ষে গত সোমবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে আয়োজন করা হয় পদ্মা সেতুর উপর চিত্রাঙ্কন প্রতিযোগীতার। প্রতিযোগীতায় ৩ গ্রæপে ১৬জন প্রতিযোগী অংশ নেয়। এদের মধ্যে তিন বিভাগে ৯জন প্রতিযোগীকে পুরস্কার দেয়া হয়।
পরে এই ছবিগুলো জনসন্মুখে উন্মুক্ত করার জন্য তা প্রদর্শনীর আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব।
বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল ষ্টেশন রোডে চারু নন্দন আর্ট স্কুল আয়োজিত এ প্রদর্শনী দেখে শ্রীমঙ্গলের সুধীজনেরা শিশু কিশোরদের প্রশংসায় পঞ্চমূখ।
আর্ট স্কুলের শিক্ষক জানালেন পদ্মা সেতু বাংলাদেশের স্বক্ষমতার প্রতীক এটি শিশু কিশোরেরা মননে লালন করেছে এতে জাগ্রত হয়েছে দেশ প্রেম।
তবে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছে তারা সামনা সামনি পদ্মা সেতু দেখে এবং সেতুর পাশে বসে আবারো ছবি আঁকবে।