শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউ,কে ৩৫০ পরিবারকে ১ হাজার করে মানবিক সহায়তার ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেছে। শনিবার বিকেলে এ উপলক্ষে ফ্রেন্ডস ক্লাব ইউ,কে’র উদ্যোগে প্রেসক্লাব, বøাড ডোনেট ক্লাব ও দুর্বার মুক্ত স্কাউটের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
ফ্রেন্ডস ক্লাব ইউকে’র সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্ব উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক নাজিম উদ্দিন ও বদরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সহায়তার টাকা বিতরেণর সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, প্রিজম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত প্রমুখ।