বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : স্লিভলেস টপ পরা এক তরুণীকে নরসিংদী রেলওয়ে স্টেশনে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার মার্জিয়া আক্তার শিলার জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত রোববার তার জামিন স্থগিত করে আদেশ দেয়। পরে বিষয়টি শুনানির ২৯ আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়।
এর আগে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার মার্জিয়াকে ছয় মাসের জামিন দেয়।
নরসিংদী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে গত ১৮ মে সকালে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল জিন্স ও টপস। এ সময় স্টেশনে অবস্থানরত এক নারী ওই তরুণীকে হেনস্তা করেন। পরে তার সঙ্গে যোগ দেন আরও কয়েকজন।
ওই তরুণী দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নেন। পরে স্টেশন মাস্টারের মধ্যস্থতায় দুই বন্ধুসহ ওই তরুণীকে ঢাকাগামী ট্রেনে উঠিয়ে দেয়া হয়।
ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে নরসিংদী রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে মার্জিয়াকে ৩০ মে শিবপুরের মুনছেপের চর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।