শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : একসময়ের জনপ্রিয় পপ সংগীতশিল্পী তাসবিহা বিনতে শহিদ মিলা। ভালোবেসে বিয়ে করে টেকেনি সংসার। সাবেক স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে দেনমোহর ও খোরপোষ চেয়ে করা মামলাটি অবশেষে তুলে নিয়েছেন এই গায়িকা। প্রায় পাঁচ বছর পর গতকাল বৃহস্পতিবার ঢাকার পারিবারিক আদালতে মামলাটির প্রত্যাহার চেয়ে আবেদন করেন মিলা।
তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার দ্বিতীয় সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান আবেদনটি মঞ্জুর করেন।
এ বিষয়ে মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ মে সংগীতশিল্পী মিলা ও পাইলট পারভেজ সানজারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ ছাড়া বিয়ের সময় মিলার বাবা-মা তাকে স্বর্ণের অলংকারসহ ৩০ লাখ টাকার আসবাবপত্র দেন। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যেই মিলা-সানজারির সম্পর্কে ফাটল ধরে। ১০ লাখ টাকা যৌতুক দাবি করে মিলার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন সানজারি। দাম্পত্য কলহের জেরে ২০১৭ সালের ৫ অক্টোবর স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলা করেন মিলা। ওই মামলায় সানজারি জামিন পাওয়ার পর ২০১৮ সালের ৩১ জানুয়ারি মিলাকে তালাক দেন।