1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শেষ মুহূর্তে লেভার গোলে শীর্ষে বার্সা

  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩৩২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগেই বিদায়ের ঘন্টা শোনা, তারপর ৩-০ গোলের পরাজয়। যার কারণে সময়টা ভালো যাচ্ছিল না স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষেও সেই ধারা অব্যাহত ছিল জাভির দলের। কিন্তু রবার্ট লেভানডফস্কি ছিলেন বলে শেষ রক্ষা বেঁচে গেলেন তারা। নিষ্প্রাণ গোলশূন্য ড্রয়ের ম্যাচে শেষ মুহূর্তে গোল করে বার্সাকে মূল্যবান ৩টি পয়েন্ট এনে দিলেন পোলিশ স্ট্রাইকার। আর তাতে আপাতত লিগের শীর্ষে জাভি হার্নান্দেজের দল।

শনিবার রাতে স্কোরলাইন দেখে ম্যাড়মেড়ে মনে হলেও স্বাগতিক ভ্যালেন্সিয়ার মাঠে বল দখলে এগিয়েই ছিল বার্সা। কিন্তু বল লক্ষ্যবস্তুতে নিতে পারছিলেন না কাতালান ক্লাবটি। ম্যাচের ২৩তম মিনিটে বল জালে পাঠিয়ে দিয়েছিলেন আনসু ফাতি। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায় । তাই প্রথমার্ধে কোনো গোলের দেখায় পায়নি কোনো দল।

দ্বিতীয়ার্ধে কিন্তু এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া। ম্যাচের ৫০ মিনিটের সময় বার্সার জালে বল পাঠিয়েছিলেন স্যামুয়েল লিনো। কিন্তু তার আগেই হ্যান্ডবল হওয়ায় সেই গোলটা টেকেনি। রেফারি বাঁশি বাজিয়ে গোল বাতিল করে দেন। এরপর নিষ্প্রাণ গোলশূন্য ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল ম্যাচ। কিন্তু অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার পাস থেকে বল জালে জড়ান লেভানডফস্কি। ফলে বার্সা সমর্থকদের মুখে ফুটে হাসি।

লা লিগায় এ নিয়ে ১২ ম্যাচে ১৩ গোল হলো লেভানডফস্কির। লিগে মৌসুমের প্রথম ১২ ম্যাচে তাঁর চেয়ে বেশি গোল সর্বশেষ করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো (২০১৪-১৫ মৌসুমে, ২০টি)

১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত লিগের শীর্ষে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেও ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। জিরোনার বিপক্ষে আজ জয় পেলেই বার্সাকে আবারও দুইয়ে ঠেলে দিয়ে শীর্ষে চলে যাবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..