1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

হাওর থেকে পরিযায়ী পাখি উদ্ধার, শিকারিকে জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২১৬ বার পঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের বাইক্কা বিল হাইল হাওর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি পরিযায়ী পাখি ও পাখি ধরার সরঞ্জাম জব্দ করেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। এসময় পাখি শিকারি খাজা মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে বাইক্কাবিল হাইল হাওরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে এসব পাখি জব্দ করা হয়।

 

এ সময় পাখি শিকারের সঙ্গে জড়িত থাকার অপরাধে খাজা মিয়া (৫০) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রাপ্ত খাজা মিয়ার বাড়ি হাইল হাওরের পাশের গ্রাম পশ্চিম ভাড়াউড়ার মৃত জালাল মিয়ার ছেলে।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার।

উদ্ধার করা পাঁচটি পাখির মধ্যে একটি মৃত ছিল এবং চারটি পাখি হাওরে অবমুক্ত করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

মৌলভীবাজার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমরা পাখি শিকারিদের উৎপাত বেড়ে গেছে, এমন তথ্যের ভিত্তিতে হাওরে অভিযান চালিয়ে পাখি শিকারি বস্তায় করে পাখি নিয়ে রাস্তায় এলে আমরা তাঁকে আটক করি। পরে ওই বস্তা থেকে পাঁচটি পরিযায়ী পাখি উদ্ধার করা হয়। পরে পাখিগুলো অবমুক্ত করি।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..