1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

যে কারণে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই খেলতে হবে না বাংলাদেশকে

  • আপডেট টাইম : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৬৫ বার পঠিত

অনলাইন ডেস্ক :: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের পর্ব শেষে নির্ধারণ হয়েছে চার সেমিফাইনালিস্ট। সুবর্ণ সুযোগ থাকার পরও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দল। টুর্নামেন্টের এই পর্বে নিজেদের পাঁচ ম্যাচের তিনটিতেই হারে টাইগাররা। এতে ছয় দলের মধ্যে পঞ্চম হয়ে শেষ করে বিশ্বকাপ মিশন।

বাংলাদেশ দল ‘গ্রুপ-২’ এর পাঁচ নম্বরে থাকায় শঙ্কা জাগে ২০২৪ বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে। তবে শঙ্কার কিছু নেই, চব্বিশে বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করতে পারবে। শুধু তাই নয় বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানও সরাসরি অংশ নেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসরে।

রোববার (৬ নভেম্বর) ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইসএপিএন ক্রিকইনফোও বিষয়টি নিশ্চিত করেছে।

২০২৪ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আয়োজক দেশ হিসেবে তারা সরাসরি খেলবে। এ ছাড়া চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে ‘গ্রুপ-১’ ও ‘গ্রুপ-২’ সেরা আট দল খেলবে সরাসরি। আর র‌্যাংকিং থেকে খেলবে দুই দল।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান নবম। আর আফগানিস্তানের অবস্থান দশম স্থান। র‌্যাংকিং থেকে এই দুই দল খেলবে সরাসরি। আর সুপার টুয়েলভের দলগুলো হলো : ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..