শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
বিষয়টি নিয়ে সিবিএফসি চেয়ারপার্সন প্রসূন যোশি বলেন, ‘পাঠান সিবিএফসি নির্দেশিকা অনুসারে যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গেছে। কমিটি গানগুলোসহ চলচ্চিত্রে কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছে এবং প্রেক্ষাগৃহে মুক্তির আগে সংশোধিত সংস্করণ জমা দেয়ার জন্য নির্মাতাদের নির্দেশনা দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘সিবিএফসি সর্বদা সৃজনশীল অভিব্যক্তি ও দর্শকদের সংবেদনশীলতার মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পেতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা বিশ্বাস করি যে সব স্টেকহোল্ডারদের মধ্যে অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে পেতে পারি।’
গত ১২ ডিসেম্বর প্রকাশ পায় পাঠান-এর ‘বেশরম রং’ গানটি। এরপর ব্যাপক প্রশংসার পাশাপাশি গানটি নিয়ে শুধু হয় কিছু বিতর্ক। গানে দীপিকার পোশাক নিয়ে আপত্তি তোলেন ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। গানটি সংধোশন করা না হলে মধ্যপ্রদেশে সিনেমাটি নিষিদ্ধের হুমকিও দেন তিনি।
মন্ত্রীর বক্তব্যের পরে মধ্যপ্রদেশের ইন্দোরে গানটি নিয়ে বিক্ষোভ করে হিন্দুত্ববাদী সংগঠন বীর শিবাজি গ্রুপের কর্মীরা। শাহরুখ-দীপিকার কুশপুত্তলিকাও পোড়ায় তারা।
শাহরুখ-দীপিকা ছাড়াও সিদ্ধার্থ আনন্দের পরিচালিত পাঠান-এ গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। ২০২৩ সালের ২৫ জানুয়ারি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পাঠান।