1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা প্রশিক্ষণ পাচ্ছে ইউক্রেন বাহিনী

  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৩২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র তার ওকলাহোমা রাজ্যে ইউক্রেন বাহিনীকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা প্রশিক্ষণ দিতে যাচ্ছে।
ওয়াশিংটন কিয়েভকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা পদ্ধতি সরবরাহ করতে যাচ্ছে। এ কারনে এটির ব্যবহার ও সংরক্ষণ শেখাতে যুক্তরাষ্ট্রই এ উদ্যোগ নিয়েছে। পেন্টাগণ মঙ্গলবার এক ঘোষণায় এ কথা জানিয়েছে।
একের পর এক রুশ হামলায় পর্যুদস্ত কিয়েভ ওয়াশিংটনের কাছে এ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে বারবার অনুরোধ জানানোর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র গত বছরের শেষ দিকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ব্যবস্থা দেয়ার অঙ্গীকার করে।
পেন্টাগণের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল পাট রাইডার সাংবাদিকদের বলেছেন, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা পদ্ধতি বিষয়ে ইউক্রেন বাহিনীর প্রশিক্ষণ ওকলাহোমার ফোর্ট সিলে শিগগিরই অনুষ্ঠিত হবে। এতে আনুমানিক ৯০ থেকে ১০০ ইউক্রেন সৈন্য অংশ নেবে।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা থেকে ইউক্রেনকে রক্ষা এবং মস্কোর আকাশ নিয়ন্ত্রণ চেষ্টাকে ব্যাহত করেছে। প্যাট্রিয়ট ইতোমধ্যে কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে প্রমাণিত হয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..