শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক: মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হককে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে মৌলভীবাজার প্রবাসী কল্যাণ শাখায় বদলি করা হয়েছে। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মৌলভীবাজার প্রবাসী কল্যাণ শাখার মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে মডেল থানার বদলী করা হয়েছে । সুযোগ্য মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া কর্তৃক এক স্বাক্ষরিত পত্রে আজ সোমবার (৩০ জানুয়ারি) ৩৮৫ নং স্মারকে এ নির্দেশনা দেয়া হয়। বিদায়ী ও নবাগত দুই অফিসার পৃথক স্থানে দায়িত্ব পালনে সকলের সহযোগীতা ও দোয়া চেয়েছেন।