বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের ব্যাটাররা বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয়। আগে ব্যাটিং করে ২০৯ রানেই গুটিয়ে যায় টাইগাররা। অল্প পুঁজি নিয়েও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ লড়েছে বোলারদের দুর্দান্ত বোলিংয়ের কারণে। বাংলাদেশের সেই বোলারদের প্রশংসায় ভাসালেন ইংল্যান্ডের জয়ের নায়ক ডেভিড মালান।
বুধবার (১ মার্চ) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মালান জানান, বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করে তাদের চাপে রেখেছে। তিনি বলেন, ‘বাংলাদেশ আসলেই অবিশ্বাস্য বোলিং করেছে। সঠিক সময়ে উইকেট নিয়ে, আমাদের চাপে রেখেছে। আমরা জুটি গড়ে জয়ের রাস্তা তৈরি করেছি, শেষ পর্যন্ত জিতেছি।’
বাংলাদেশ ২৫০-২৬০ রান করলে জয় পাওয়া যে সহজ হতো না সেটি জানেন মালানও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশকে ২০৯ রানে আটকে রাখাটাই আমাদের জয় পেতে সাহায্য করেছে। যদি ২৫০-২৬০ রান হতো, তবে ফল অন্যরকম হতে পারতো। কেননা তখন তাদের বোলারদের বিপক্ষে মারতে হতো।’
তিনি আরও বলেন, ‘রান করা খুব কঠিন ছিল। আমি বাটলারকে বলেছিলাম, ওরা ৩০-৪০ রান বেশি করলেই কঠিন হতো। শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারায় খুশি। তবে এই উইকেটে রান তাড়া করা কঠিন হবে সেটা জানতাম।’