বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : ক্রিশ্চিয়ানো রোনালদো এমন একজন ফুটবলার যাকে দলে ভেড়াতে আগ্রহী নামিদামি প্রতিটি ক্লাবই। ক্যারিয়ারের সেরা সময়ে তাকে পেতে মরিয়া ছিল ক্লাবগুলো। সেই রোনালদোকেই ক্যারিয়ারের শুরুর দিকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি ইতালিয়ান ক্লাব লাজিও, এমন দাবি করেছেন ফুটবল এজেন্ট আলেসান্দ্রো মজ্ঞি।
ক্যারিয়ারের শেষ বেলায় সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। সেখানেও তিনি রয়েছেন দুর্দান্ত ছন্দে। গোল করার পাশাপাশি গোল করাচ্ছেনও তিনি। রোনালদো তার ক্যারিয়ারের প্রায় সবটুকু সময়ই ছিলেন দুর্দান্ত। সেই রোনালদোকেই দলে নিতে আগ্রহ দেখায় নি লাজিও।
পর্তুগালের তারকা এই ফুটবলারের এজেন্ট হোর্হে মেন্দেস সেসময় লাজিওকে প্রস্তাব দিয়েছিল রোনালদোকে দলে ভেড়ানোর জন্য। কিন্তু তখনকার ক্লাব প্রেসিডেন্ট সার্জিও ক্রাগনত্তি পর্তুগালের রোনালদোর পরিবর্তে ব্রাজিলের ‘আসল’ রোনালদোকে পেতে চেয়েছিলেন।
এ ব্যাপারে আলেসান্দ্রো মজ্ঞি বলেন, ‘মেন্দেস লাজিও’র স্পোর্টিং ডিরেক্টরের ভালো বন্ধু ছিল। আমরা ক্লাবটির সভাপতি ক্রাগনত্তির কাছে রোনালদোর প্রস্তাব করি। তিনি রোনালদোকে নিতে চাননি, বরং ব্রাজিলের ‘আসল’ রোনালদোকে পেতে চেয়েছিলেন।’
শেষ পর্যন্ত লাজিও’তে রোনালদোর সুযোগ না হলেও ক্যারিয়ারে যেসব নামিদামি ক্লাবে রোনালদো দাপটের সাথে খেলেছেন সেখানে ইতালিয়ান ঐ ক্লাবে না খেলাতে তারকা এই ফুটবলারের কোনো আক্ষেপ থাকার কথা না।