1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আর্জেন্টিনার ম্যাচের আগে মেসির স্ত্রীর দোকানে হামলা, যা বললেন মেয়র

  • আপডেট টাইম : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৯৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসিকে হুমকি এবং তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর দোকানে দুস্কৃতিকারী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আর্জেন্টিনার রোজারিয়োর মেয়র পাবলো জাভকিন। অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। আর্জেন্টিনার জোড়া ম্যাচের আগে এই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে ঘটনাটি ঘটেছিল মেসির শহর রোজারিয়োতে। প্রত্যক্ষদর্শীরা দু’জন দুস্কৃতিকারীকে বাইকে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন। দুস্কৃতিকারী রোকুজ্জোর দোকানে গুলি চালানোর পর পালিয়ে যাওয়ার আগে মেসির জন্য একটি চিঠি রেখে যায়।

তাতে লেখা ছিল, ‘মেসি, তোমার জন্য আমরা অপেক্ষা করছি। জাভকিন একজন মাদকচক্রী, ও তোমায় বাঁচাতে পারবে না।’
মেয়র পাবলো জাভকিন বলেন, ‘এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। মেসির উপর আক্রমণের ঘটনার খবরের থেকে আর কিছু দ্রুত ছড়িয়ে পড়তে পারে না। ঠিক সেটাই হয়েছে। আমি রোকুজ্জোর সঙ্গে কথা বলেছি। এই ঘটনায় ওরা অত্যন্ত উদ্বিগ্ন।’
রোজারিয়োর মেয়র আরও বলেন, ‘শহরে হিংস্র ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এসব নিয়ন্ত্রণে আনতে শহরে আরও পুলিশ নিয়োগের দরকার রয়েছে।’
রোকুজ্জোর দোকানে মোট ১৪ রাউন্ড গুলি চালিয়েছিল দুস্কৃতিকারী। দোকানটির ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী ক্লাউদিয়ো ব্রিলোনি বলেন, ‘কারা হামলা চালাতে পারে, সে ব্যাপারে সুপার মার্কেট কর্তৃপক্ষের কোনও ধারনা নেই।’
ঘরের মাঠে আর্জেন্টিনার দু’টি প্রীতি ম্যাচের আগে এমন ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন।
আগামী ২৩ মার্চ পানামার বিপক্ষে বুয়েন্স আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে মাঠে নামবে মেসিরা। আর দ্বিতীয় ম্যাচ খেলবে ২৮ মার্চ কুরাকাওয়ের বিপক্ষে সান্তিয়াগো দেল এস্তোরোর মাদ্রে দে সিউদাদেস স্টেডিয়ামে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার মাঠে নামবে আর্জেন্টিনার।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..