শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় তারুণ্য নাট্যগোষ্ঠীর উদ্যোগে দ্বিতীয়বারের মতো চারদিন ব্যাপী তারুণ্য নাট্যোৎসব ও বইমেলা শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি নাট্যোৎসব ও বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আগামী ৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত নাট্যোৎসব ও বইমেলার পৃষ্ঠপোষকতা করেছেন লন্ডন প্রবাসী তরুণ ব্যবসায়ি ও রাজনীতিবিদ জাকির হোসেন জুমন এবং ব্যবস্থাপনা করেছে উপজেলা প্রশাসন। উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য দেন তারুণ্য নাট্যগোষ্ঠীর সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মুন।
ভারপ্রাপ্ত ইউএনও জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে তারুণ্য নাট্যগোষ্ঠীর সহসভাপতি হানিফ পারভেজ ও সাধারণ সম্পাদক শুভাশিষ দে শুভ্রর যৌথ সঞ্চালনায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, মৌলভীবাজার সদর ইউএনও শরীফ উদ্দিন, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, লেখক ও গবেষক মোস্তফা সেলিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকান্দ দাস নান্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।