1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে মোস্তাফিজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৮০ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট নেয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আর মাত্র ৩ উইকেট নিলেই টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ হবে মোস্তাফিজের। বর্তমানে মোস্তাফিজের উইকেট সংখ্যা ৯৭।

এমন পরিসংখ্যান নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামবেন মুস্তাফিজ। ৩ উইকেট নিলেই টি-টোয়েন্টিতে ১শ শিকারের মালিক হবেন ফিজ।

প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ১০৯ ম্যাচে ১২৮ উইকেট আছে সাকিবের।

গত বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে মাত্র ৩ উইকেট নিয়েছিলেন ফিজ।

সাকিব-মুস্তাফিজের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ উইকেট নিয়েছেন সাবেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। ৩৪ ম্যাচে ৪৪ উইকেট আছে তার।

২০১৫ সালের ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মোস্তাফিজের। এরপর থেকে এখন পর্যন্ত ৭৮টি ম্যাচ খেলেছেন তিনি। ২১.৯৪ গড়ে তিনি নিয়েছেন ৯৭ উইকেট। যেখানে সর্বোচ্চ ২২ রানে ৫ উইকেট।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..