1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

গল্পনির্ভর জয়ের ‘স্বর্গে’ অপু বিশ্বাস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৬১ বার পঠিত

বিনোদন ডেস্ক : ‘প্রিয় কমলা’ সিনেমার পর ফের শাহরিয়ার নাজিম জয়ের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নতুন সিনেমার নাম ‘স্বর্গে’। সোমবার (১০ এপ্রিল) দুপুরে ইমপ্রেস টেলিফিল্মসের প্রযোজনায় সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন ‘ঢালিউড কুইন’ খ্যাত এই নায়িকা।

নির্মাতা জয় জানান, এটি নায়ক-নায়িকা নির্ভর সিনেমা নয়, পুরোপুরি গল্পনির্ভর সিনেমা। তিনি বলেন, অপু গল্প নির্ভর কাজে ইদানিং বেশি মনোযোগী। গল্পটি শুনে সে আগ্রহী হয়েছে।

সামাজিক বৈষম্যের গল্পে নির্মিত হবে ‘স্বর্গে’। জয় বলেন, এমন গল্প তুলে আনবো যা আমাদের চারপাশে ঘটে কিন্তু আমরা নোটিশ করি না। দেশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সিনেমাটি প্রদর্শন করাবো।

অপু বিশ্বাস বলেন, নায়ক হিসেবে জয় ভাইকে অনেক আগে পেয়েছিলাম, তার নির্মাণে ‘প্রিয় কমলা’তে কাজ করেছি। তার অনুষ্ঠান ‘১৩টি প্রশ্ন’-তে অতিথি হয়ে এসেছিলাম। অনুষ্ঠান শেষে গল্পটা আমাকে শোনান। প্ল্যানিং ও গল্পটা শুনে এত ভালো লাগে, আমি কাজটির জন্য সঙ্গে সঙ্গে শিডিউল দিয়ে দিয়েছি। আসলে আমার উপর আস্থা রেখে যেসব প্রযোজনা সংস্থা আমাকে সিনেমাতে নেন সবসময় আমি চেষ্টা করি সেই আস্থা ও বিশ্বাস রাখার।

পরিচালনায় পাশাপাশি এ সিনেমাতে জয় নিজেও অভিনয় করবেন। পরিচালক জানান, মে মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে সিনেমার দৃশ্যধারণের কাজ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..