1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ক্যাম্প ন্যুতে ফের হোচট খেল বার্সা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৮৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : টানা দুই ম্যাচে নিজেদের মাঠে হতাশার রাত পার করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। যেখানে প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের ১৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল, সেটি তারা কাজে লাগাতে পারেনি। তবে এবার আর আগের ম্যাচের মতো পরাজিত হতে হয়নি তাদের। মুহুমুর্হু আক্রমণের পরও কাতালান ফরোয়ার্ডরা গোল করতে ব্যর্থ হয়েছে। মূলত তাদের ঠেকিয়ে দিয়েছে জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগা।

সোমবার (১০ এপ্রিল) রাতে লা লিগার ম্যাচে জিরোনাকে ক্যাম্প ন্যুতে আতিথ্য দেয় জাভি হার্নান্দেজের দল। চার বছর পর লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে রিয়ালের চেয়ে যোজন দূরত্ব নিয়ে তারা আগাচ্ছিল। সেই ধারাবাহিকতায় তারা পয়েন্ট বাড়াতে পারত জিরোনার বিপক্ষে। কিন্তু ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ম্যাচের শুরুর কয়েকটি মিনিট তুমুল দৌড় প্রতিযোগিতার পসরা বসে। মূলত দুই দলই পরপর আক্রমণ শাণাচ্ছিল। বল এই বার্সেলোনার গোলমুখে তো এই জিরোনার গোলমুখে। শুরুর দুই মিনিটেই সফরকারীরা বার্সার দুর্গে পরপর হানা দেয়। এর একটু পরই অল্প সময়ের ব্যবধানে দু’বার সুযোগ আসে বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির সামনে। গাভির ক্রস থেকে প্রথম সুযোগ মিসের পর, দ্বিতীয় বার তিনি বল গোলবারের ওপর দিয়ে শূন্যে ভাসিয়ে দেন।

এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা। তারা নবম মিনিটেও এগিয়ে যেতে পারত। গোল হয়ে গেলে অবশ্য ‘কৃতিত্ব’টা পেতেন জিরোনার খেলোয়াড়েরা। জিরোনা গোলরক্ষক পাওলো গাজ্জানিগা ও ডিফেন্ডার সান্তিয়াগো বুয়েনোর ভুল বোঝাবুঝিতে গোল প্রায় হয়েই গিয়েছিল। গোলরক্ষকের অবস্থান না বুঝেই বুয়েনো ব্যাক পাস দিয়েছিলেন। গোল যখন প্রায় হয় হয়, সে সময়েই অনেকটা দৌড়ে এসে কোনোরকমে বলটাকে বাইরে পাঠান গাজ্জানিগা। ৩৬তম মিনিটে আরেকটি সুযোগ পায় বার্সেলোনা। দুরূহ কোণ থেকে রাফিনিয়ার প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।

ওই কর্নার থেকে রোনালদো আরাউহোর ক্লিকে বল জালে যাচ্ছিল। এবারও দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক। বল গোললাইন পেরিয়ে গিয়েছে ভেবে আবেদন করে বার্সেলোনার খেলোয়াড়রা। রিপ্লে দেখে ধারাভাষ্যকারও বলছিলেন, হয়তো গোল হতে পারে। ভিএআরের সাহায্যে সেটিও নাকচ হয়ে যায়। এভাবে গোলশূন্য ড্র-য়ে বিরতির পর দ্বিতীয়ার্ধও চলতে থাকে একই তালে।

৫৫ মিনিটে বার্সাকে স্তব্ধ করে দেওয়ার বেশ ভালো সুযোগ নষ্ট করে জিরোনা। আর্জেন্টিনা অনূর্ধ্ব–২৩ দলের খেলোয়াড় ভালেন্তিন কাস্তেয়ানোস আন্দ্রে টের স্টেগানকে একা পেয়েও বল বাইরে মেরে বসেন। ৭৮তম মিনিটে সুযোগ পান লেভান্ডফস্কি। সার্জিও বুস্কেটুসের থ্রু বল বক্সে পান তিনি। সেখানে জিরোনার ডিফেন্ডাররা তাকে রুখে দেন। এভাবে ঘরের মাঠে আরেকটি হতাশার ফল নিয়ে ফিরল বার্সা। এর আগে সম্প্রতি ঘরের মাঠে কোপা দেল রে’র কোয়ার্টারে রিয়ালের কাছে হেরে যায় ক্লাবটি। যা তাদের টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত করে।

জিরোনার সঙ্গে ড্র-য়ে শীর্ষে থাকা লেভান্ডফস্কিদের পয়েন্ট ২৮ ম্যাচে ৭২। সমান ম্যাচে কার্লো আনচেলত্তির রিয়ালের পয়েন্ট ৫৯।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..