বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক :: নগর বাউল খ্যাত সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমসের গানের ভক্ত বলিউডের অভিনেতা বরুণ ধাওয়ান। এক ভক্তের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন তিনি। গত রোববার প্রশ্নোত্তর পর্বটি তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেন বলিউডের এই অভিনেতা।
প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত প্রশ্ন করেন, তার প্রিয় গান কী? বরুণ ধাওয়ানের উত্তর ছিল ‘ভিগি ভিগি’। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের ‘গ্যাংস্টার’ ছবির এই গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের রকস্টার জেমস। গানটি প্রকাশের পর ভারতীয় উপমহাদেশের শ্রোতাদের মাঝে আলোড়ন তুলেছিল।
ময়ূর পুরীর কথায় গানটির সুর করেছিলেন প্রীতম চক্রবর্তী। অনুরাগ বসুর পরিচালনায় ‘গ্যাংস্টার’ ছবিতে অভিনয় করেছিলেন ইমরান হাশমি, কঙ্গনা রনৌতসহ অনেকে।
এরপর বেশ কয়েকটি হিন্দি গানে পাওয়া গেছে জেমসকে, যার বেশিরভাগ গানই প্রীতমের সুরে। তবে পরবর্তীতে তাকে বলিউডের গানে নিয়মিত দেখা যায়নি।