বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক :: বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার দিনের ম্যাচে বল হাতে উত্তাপ ছড়িয়েছেন পেসার আলাউদ্দিন বাবু। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন।
সকালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ। ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে ব্যাটাররা। দুই ওপেনার আজমির আহমেদ ও সাদমান ইসলাম পেরুতে পারেননি দশ রানের কোঠা।
তবে তিন নম্বরে ব্যাট করতে আসা অধিনায়ক নাঈম ইসলাম খেলেন ২৮ বলে ৩৮ রানের ইনিংস। ব্রাদার্সের বোলারদের তোপে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন বাকি ব্যাটাররা। সাব্বির রহমান ১৮ বলে করেন ২৩ রান।
তবে শেষ দিকে বল হাতে উত্তাপ ছড়ান আলাউদ্দিন বাবু। ইনিংসের ১৮তম ওভারে নিজের তৃতীয় ওভারের পঞ্চম বলে মুক্তার আলি ক্যাচ দেন নাঈম ইসলামের হাতে। ষষ্ঠ বলে সোহাগ গাজী ক্যাচ দেন জাহিদুজ্জামানের হাতে।
তৃতীয় ওভারের শেষ দুই বলে দুই উইকেট নিয়ে ইনিংসের শেষ ওভারে নিজের চতুর্থ ওভারের প্রথম বলেই নাবিল সামাদের উইকেট নিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।
৩.১ ওভারে ২১ রান দিয়ে আলাউদ্দিন বাবু তুলে নিয়েছেন ৪ উইকেট। তাতে রূপগঞ্জ আঁটকে যায় ১১১ রানে।