রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি : জনসাস্থ প্রকৌশল অধিদপ্তর বাস্তবাধীন হাওর অঞ্চল টেকসই পানি সরবরাহ ,স্যানিটেশন ও হাইজন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এর আওতায় ইমপ্রভ টয়লেট ও পানির উতস ব্যবহারকারী দলের প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩০মে) বুধবার সকালে জনস্বাস্থ্য প্রকৗশল অদিদপ্তরের আয়োজনে এবং সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস (এসবি এসএস) সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৗশল অদিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারি প্রকৌশলী স্বপন চাকমা এর সভাপত্বি এবং সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস (এসবি এসএস) জেলা সম্বয়কারী
পরিতোষ দেব এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৗশল অদিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: খালেদুুজ্জামান । বিশেষ অতিথি ছিলেন জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব।কর্মশালায় বক্তব্য রাখেন ইমপ্রæভ টয়লেট ও পানির উতস ব্যবহারকারী দলের প্রতিনিধি সিতার আলী,আরিফুল ইসলাম,শাহাদত হোসেন পূলক,সুমন দোসাত প্রমূখ।জনসাস্থ প্রকৌশল অধিদপ্তর বাস্তবাধীন হাওর অঞ্চল টেকসই পানি সরবরাহ,স্যানিটেশন ও হাইজন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এর ক্যাম্পেইন আওতায় জেলা
৭টি উপজেলায় বিভিন্ন গুলোতে লিফলেট বিতরণ,পোষ্টারিং,জনসচেতনতামূলক মাইকিং,উঠান বৈঠক,কর্মশালা চা দোকানে ঠক,সচেতনতামূলক পরিচালনা করছে।