মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের আনিকেলী বড় গ্রামে পূর্ব শক্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ২ নারী আহত হয়েছেন। আহত রেনু বেগম (৬০) ও রুমি বেগম (২৫) মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে (মহিলা সার্জারী ওয়ার্ড- এস-২, রেজিনং- ৩২৪৬০, ও এস-৩, রেজিনং- ৩২৪৫১) চিকিৎসা গ্রহণ করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী রুমি বেগম এর স্বামী উসমান মিয়া বাদী হয়ে একই গ্রামের আনকার মিয়ার পুত্র রাকিব মিয়া (২২) শাকিব মিয়া (২০) ও রাবিয়া বেগমকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিবরণে জানা গেছে- গত ১ জুন রাত ৮ ঘটিকার দিকে একটি মোরগ মারা যাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে রাকিব মিয়া ও শাকিব মিয়া উত্তেজিত হয়ে তাদের হাতে থাকা লাঠি, কাঠের বর্গা দিয়ে রুমি বেগমকে মারপিট করতে থাকে। এ সময় তার হালা চিংকার শুনে রেনু বেগম এগিয়ে আসলে তাকে কিল, ঘুষি মেরে গুরুতর জখম করে। এ সময় অন্যান্য লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।