1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৩২ বার পঠিত

খুনের হুমকি পেয়ে থানায় হানি সিং

  অনলাইন ডেস্কপ্রকাশ: ২২ জুন ২০২৩, ০০:৩৪

প্রায়ই শিরোনাম দেখা যায় বলিউড অভিনেতা সালমান খানকে খুনের হুমকি দেয়া হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো হিন্দি সিনেমার জনপ্রিয় সংগীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিংয়ের নাম। খুনের হুমকি পেয়ে সরাসরি দিল্লি পুলিশের কাছে গেলেন এই সংগীতশিল্পী। 

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের খবর, বুধবার (২১ জুন) দিল্লি পুলিশের হেডকোয়ার্টারে দেখা গেছে হানি সিংকে। ভীতসন্ত্রস্ত হয়ে ভেতরে যান তিনি। সেখান থেকে বের হয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনাকালে জানান, গ্যাংস্টার গোল্ডি ব্রার ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন তাকে। বিষয়টি পুলিশকে জানানোর প্রয়োজন মনে করেছিলেন তিনি। 

বলিউডের এই গায়ক খুনের হুমকির বিষয়ে সংবাদমাধ্যমে সব কথা প্রকাশ করেননি। বলেন, পুলিশ আমাকে এখনই এ বিষয়ে সংবাদমাধ্যমে বেশি কথা বলতে নিষেধ করেছেন। 

গায়কের ভাষ্যমতে, তিনি সবসময় শ্রোতাদের সবকিছু জানান। কিন্তু আজ বেশি কিছু বলতে পারবেন না। পুলিশের পরামর্শ অনুযায়ী চলার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান হানি সিং। 

বলি তারকা বলেন, এতটুকু বলতে পারি আমার কাছে উড়ো ফোন এসেছিল। সেই ফোনেই জানানো হয় গোল্ডি ব্রার মেরে ফেলতে চাইছে আমায়। সংবাদটি খুবই উদ্বেগজনক। এ কারণে পুলিশের সাহায্য চাইতে এসেছি। 

দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে বলে জানান, তার সঙ্গে সিপি স্যারের কথা হয়েছে। পুরো ঘটনা জানিয়েছেন। এছাড়া ফোন আসার পর থেকে ভয়ে আছেন তিনি। মৃত্যুকে সবাই ভয় পায়। গায়ক নিজেও এই মৃত্যুকে ভয় পান। মরতে চান না বলেই নিরাপত্তার জন্য এসেছেন। 

হুমকি কিভাবে পেয়েছেন, এ ব্যাপারে গায়ক বলেন, বিদেশি নম্বর থেকে ফোন এসেছিল। প্রাণে মারার হুমকি দেয়া হয়েছে। ঠিক কী বলা হয়েছে তা পুলিশকে জানিয়েছি। কিছু ভয়েস মেসেজও এসেছে। সব প্রমাণ পুলিশকে দিয়েছি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..