শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
সাদিকুর রহমান সামু :: মৌলভীবাজারের কমলগঞ্জে দিনব্যাপী প্রাণিসস্পদ প্রদর্শনী-২০২১ এর পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) বিকালে কমলগঞ্জ উপজেরা পরিষদ মিলনায়তনে অংশগ্রহনকারী খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। স্কাউট সম্পাদক মোসাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম,উপজেরা দুর্নীতি দমন কমিশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.হেদায়াত উল্ল্যাহ। প্রদর্শনীতে ৩০টি স্টল অংশগ্রহন করেছে।