শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
মঙ্গলবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপির মজলিশপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়- সিলেট অভিমুখী রিয়েল কোস পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ব: ১৪-৭০৯২) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা অভিমুখী একটি কাভার্ড ভ্যানের (চট্ট মেট্টো ট: ১১-৪৮৮৭) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলেই কাভার্ড ভ্যান ও বাস চালক গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাভার্ড ভ্যান চালক নিহতের খবর পাওয়া যায়।
এসব তথ্য নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব জানান- ‘দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।