মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক : বোলিংয়ে করেছেন হতাশ ফরহাদ রেজা। ওভারপ্রতি খেয়েছেন ১২ রান ফরহাদ রেজা। শেষ ওভার থ্রিলারে প্রাইম অধিনায়ক ফরহাদ রেজাই আবার হিরো।
শেষ ওভারে ১২ রানের টার্গেট পাড়ি দিয়েছে সুমন খানকে দ্বিতীয় বলে ছক্কা,তৃতীয় বলে বাউন্ডারি এবং ৪র্থ বলে ফরহাদ রেজার সিঙ্গলে। ১৬৩ রান চেজ করে ২ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম দোলেশ্বর (৪ ম্যাচে ৭ পয়েন্ট)। শাইনপুকুরের সংগ্রহ সেখানে ৪ ম্যাচে ২ পয়েন্ট।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন শাইনপুকুরের শুরুটা ছিল দারুণ। ব্যাটিং পাওয়ার প্লে-এর ৬ ওভার শেষে তাদের স্কোর ছিল ৭১/১। তবে তিন টপ অর্ডার তানজিদ হাসান তামিম (১৬ বলে ২৫),সাব্বির হোসেন (১৯ বলে ৩৬) এবং রবি (৩৬ বলে ৩৪) ফিরে যাওয়ার পর প্রত্যাশিত স্কোর পায়নি শাইনপুকুর। শেষ ৩০ বলে স্কোরশিটে ৪০ রান যোগ করতে হারিয়েছে শাইনপুকুর ৪ উইকেট।অফ স্পিনার শামীম পাটোয়ারী এদিন দারুণ বল করেছেন (৪-০-২১-২)। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন রেজাউর রহমান রাজা (৪-০-২২-২)।
১৬৩ রানের চ্যালেঞ্জে প্রাইম দোলেশ্বরের শুরুটা ছিল স্লথ গতির। ব্যাটিং পাওয়া প্লে’র ৬ ওভারকে কাজে লাগাতে পারেনি তারা (৩০/২)।সাইফ হাসান ৩৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ন করলেও (৩৫ বলে ৩ চার,৪ ছক্কায় ৫০) ১৫ ওভার পর্যন্ত ম্যাচে পিছিয়ে ছিল প্রাইম দোলেশ্বর।
শেষ ৩০ বলে ৫৫ রানের দূরুহ চ্যালেঞ্জটা সহজ করে দিয়েছেন শামীম পাটোয়ারীর (১৬ বলে ২ ছক্কায় ২২) আগ্রাসী ব্যাটিং। স্লগে ফরহাদ রেজাকেও দিয়েছেন দারুণ সঙ্গ ফজলে রাব্বী (৩৩ বলে ৪১)। তবে ১১ বলে ২ চার,২ ছক্কায় ২৭ রানের ম্যাচ উইনিং ইনিংসে ঘরোয়া ক্রিকেটে ফিনিশার চরিত্রটা মেলে ধরেছেন ফরহাদ রেজা।
শাইনপুকুর : ১৬২/৭(২০.০ ওভারে)
প্রাইম দোলেশ্বর : ১৬৩/৬ (১৯.৪ ওভারে)
ফল : প্রাইম দোলেশ্বর ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : ফরহাদ রেজা (প্রাইম দোলেশ্বর)।