1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বিশিষ্ট কমিউনিটি নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব মিয়া মনিরুল আলমের মৃত্যুতে স্মরণসভা ও দোয়ার মাহফিল

  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২১৫ বার পঠিত

লন্ডন অফিস: বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ,কমিউনিটি নেতা ,রাজনীতিবীদ ,প্রবীন ক্যাটারারস ও বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মিয়া মনিরুল আলমের মৃত্যুতে গত ২৮ জুলাই শুক্রবার রাত ১১টার সময় ভারচুয়েলী এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।বিশিষ্ট শিক্ষাবীদ ও কমিউনিটি নেতা ডঃ হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে ও কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় মরহুম মিয়া মনিরুল আলমের জীবনের বিভিন্ন দিক ও কর্ম নিয়ে আলোচনা করেন -বাংলাদেশ সরকারের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা মোখলেছুর রহমান চৌধুরী ,প্রবীন সাংবাদিক এম এ মান্নান ,কমিউনিটি নেতা আলহাজ্ব মাহতাব মিয়া ,গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর ,সাংবাদিক মকিছ মনসুর ,ব্যারিষ্টার নাজির আহমদ ,অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ ,ঢাকা থেকে লুৎফুর রহমান চৌধুরী ,ওয়াশিংটন থেকে শরাফত হোসেন বাবু ,ফ্লোরিডা থেকে কাউন্সিলার ওহিদ আহমদ ,বিশিষ্ট সাংবাদিক তাইছির মাহমুদ ,ডঃ মোহাম্মদ আবুল লেইছ , বিশিষ্ট সংগঠক ও প্রাক্তন শিক্ষিকা মিসেস শাহেদা হোসেন ,রেডব্রিজ মসজিদের চেয়ারম্যান তজম্মুল হক ,কমিউনিটি নেতা মোঃ আফসর মিয়া ছুটু ,সিডনি থেকে ডঃ হুমায়ের চৌধুরী ,সাংবাদিক রাকিব রুহেল ,সমাজসেবী মশাহিদুর রহমান ,সমাজসেবী কদর উদ্দিন ,হারুনুর রশীদ ,সৈয়দ সায়েম ,মরহুমের ভাই আব্দুল আজিজ ,মরহুমের স্ত্রী বেগম রোকেয়া আলম , মেয়ে মিসেস রেজিনা হামিদ ও মিসেস শামিনা আবেদ ,ছেলে রুহুল আলম ও মহিব আলম প্রমুখ ।
সভায় বক্তারা বলেন যে -মিয়া মনিরুল আলম ছিলেন কমিউনিটির জন্য নিবেদিত একজন বিশ্বস্ত বন্ধু ।মানুষের যে কোন দুঃখ কষ্ট দেখলে এগিয়ে আসতেন ।গরীবদের সাহায্য করতেন ।সদা হাস্যজ্বল একজন কমিউনিটি নেতা ছিলেন ।
বক্তারা আরো বলেন যে -বৃটেনের ক্যাটারিং ব্যবসার তিনি ছিলেন অন্যতম পথিকৃত ।ক্যাটারিং এসোসিয়েশনকে তিনি দীর্ঘকাল নেতৃত্ব দিয়ে সংগঠণকে শক্তিশালী করেছেন ।বিলেতের বৃহত্তম কমিউনিটি সংগঠণ গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্র ও রিজিয়নে তিনি নেতৃত্ব দিয়েছেন ।
১৯৭১ সালে বিলেতে মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসাবে ব্যাপক ভূমিকা পালন করেন ।মুক্তিযুদ্ধের ফাণ্ডে চাঁদা সংগ্রহ করে দেন ও মিটিং মিছিলে যোগ দেন ।
মিয়া মনিরুল আলম একজন সংবাদপত্রসেবী ছিলেন।২০০১ সালে সাপ্তাহিক ইউরো বাংলা প্রতিষ্ঠিত হলে তিনি ডাইরেক্টর ও পরবর্তীতে চেয়ারম্যান নিযুক্ত হন ।তিনি মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক জন প্রত্যাশা পত্রিকাকে সহযোগিতা করেন ।
বক্তারা আরো বলেন যে – তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন ।বৃটেনে এই সংগঠণের প্রচার ও প্রসারে এবং আর্থিক অনুদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ।মুক্তিযুদ্ধের সরবাধিনায়ক জেনারেল ওসমানী ,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ,সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সহ বিভিন্ন নেতা ও মন্ত্রীদের সাথে সুসম্পর্ক ছিল ।
তিনি একজন পরহেজগার ও নামাজী লোক ছিলেন ।কেন্টের ফক্সটনে একটি মসজিদ প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন ।মসজিদ মাদ্রাসায় তিনি অকাতরে দান করতেন ।
সভায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদের সালেহ ।পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দোয়া মাহফিলে বহু নারী পুরুষ যোগদান করেন ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..