শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
সৈয়দ আশফাক তানভীর :: হেফাজতের ডাকা হরতালের সমর্থনে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়রে কটারকোনা বাজারে বিক্ষোভ মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধ করে স্থানীয় কওমী মাদ্রাসার ছাত্র ও হেফাজত কর্মীরা। রোববার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে শমশেরনগর-কুলাউড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। এ সময় বিক্ষোভকারীরা ওই রোডে চলাচলকারী সকল ধরণের যানবাহন আটকে দেয়। ফলে শত শত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায় জানান, বিক্ষোভে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ কটারকোনা বাজারে সকাল থেকে অবস্থান করছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।