বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্মীও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গলের বিভিন্ন স্কুল, মসজিদ ও মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে হাজারো নবীপ্রেমীর অংশগ্রহণে জশনে জুলুস শোভাযাত্রা বের করা হয়। মিলাদুন্নবী উপলক্ষে গাউছিয়া শফিকিয়া সুন্নীয়া দাখিল দাখিল মাদ্রাসার উদ্যোগে একটি বিশাল র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গাউছুল আজম কমপ্লেক্্ের গিয়ে শেষ হয়। পরে মাদ্রাসার প্রতিষ্টাতা ও চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী হারুন এর সভাপতিত্বে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এসময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে শ্রীমঙ্গল চন্দ্রনাথ স্কুলে আয়োজন করা হয় মিলাদ মাহফিল।