1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মৌলভীবাজার বিআরটি অফিসে করোনায় আক্রান্ত ১জন: কর্মচারী-সেবাগ্রহীতারা আতংকে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৭৩২ বার পঠিত

মশাহিদ আহমদ: করোনাভাইরাস ছড়াচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মৌলভীবাজার। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, করোনা ভাইরাস যেভাবে ছড়াচ্ছে, এ অফিসে যে ভাবে প্রতিদিন ভিড় লেগে আছে তাতে আরো মানুষের করোনা ভাইরাসের কারণে প্রাণহানি হতে পারে। জানা গেছে- বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মৌলভীবাজার এর উচ্চমান সহকারী কিছুদিন যাবৎ জ্বর ও সর্দি কাশিতে ভুগছেন। তিনি নিয়মতি অফিসও করছেন। সর্বশেষ গত ২৭ জুন তার নমুনা পরীক্ষা করলে গত ২৮ জুন মৌলভীবাজার সিভিল সার্জন অফিস থেকে তার করোনা পজেটিভ রির্পোট আসে। ঐদিন রাতে তাকে জরুরী ভিত্তিতে ঢাকায় চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। আজ ২৯ জুন এ সংবাদ পরিবেশন পর্যন্ত এ বিষয়টি মৌলভীবাজার জেলা প্রশাসককে অবগত করা হয়নি এবং অফিসের অন্যান্য লোকজনদের নমুনা পরীক্ষা ও অফিস লকডাউনের জন্য কোন ব্যাবস্থা গ্রহণ করা হয়নি। এবং মৌলভীবাজার বিআরটিএ অফিসের কার্যক্রম নিয়মিত চলছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মৌলভীবাজার এর উচ্চমান সহকারী মোঃ রফিকুল ইসলাম বলেন- নিয়মিত অফিসে কাজ করেছি। আমি ছুটিতে ছিলাম না। ২৭ তারিখ নমুনা পরীক্ষা করে ২৮ তারিখ সিভিল সার্জন অফিস থেকে করোনা পজেটিভ রির্পোট আসছে। বর্তমানে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এ ব্যপারে জানতে চাইলে মৌলভীবাজার বিআরটিএ’র সহকারী পরিচালক ডালিম উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন- উচ্চমান সহকারী রফিুকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে বর্তমানে চিকিৎসাধীন। তিনি ছুটিতে ছিলেন। এ বিষয়টি মৌলভীবাজার জেলা প্রশাসককে মহোদয়কে অবগত ও অফিসের অন্যান্য লোকজনদের নমুনা পরীক্ষা ও অফিস লকডাউনের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না এমন প্রশ্লের জবাবে তিনি জানান- যেহেতু, আগামী বৃহস্পতিবার সরকারী ভাবে লকডাউন ঘোষন করা হয়েছে, তাই সেই ভাবে বিষয়টি গুরুত্ব দেয়া হয়নি। এ ব্যপারে জানতে চাইলে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান- এ বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। বিষয়টি আমি দেখছি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..