1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কান থেকে ফিরে হাসপাতালে ঐশ্বরিয়া

  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১১০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ৭৭তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় ভাঙা হাত নিয়েই সম্মোহনী জাদু দেখিয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার উৎসবের সপ্তাহ খানেক আগে কব্জির হাড় ভেঙেছে তার। তাই হাতে প্লাস্টার নিয়েই হাজির হয়েছিলেন উৎসবে। উৎসবে প্রত্যেক বারই নজর কাড়েন বলি এই অভিনেত্রী।

এবারও তার ব্যতিক্রম হয়নি। ভাঙা হাত নিয়েই বরাবরের মতো ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া তার পেশাদারিত্বের নজির রাখলেন।

কান চলচ্চিত্র উৎসব থেকে রোববার সকালে মুম্বাই ফিরেছেন তিনি। ফিরেই হাসপাতালে ছুটতে হচ্ছে তাকে।

ভারতীয় দৈনিক আনন্দবাজার সূত্রে জানা যায়, অভিনেত্রী চিকিৎসকদের পরামর্শ নিয়ে তবেই ফ্রান্সের খ্যাতনামা ওই চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন। আগামী সপ্তাহের শেষের দিকে অভিনেত্রীর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। এ কারণেই আবার তাকে ভর্তি হতে হচ্ছে হাসপাতালে।

গত ১৬ মে কান উৎসবে মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হন ঐশ্বরিয়া। উৎসবে মা-মেয়ে জুটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর ২১তম সফর এটি।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..