শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় বৃহস্পতিবার রাতে দুই দফা কাল বৈশাখি ঝড় আর শিলাবৃষ্টিতে ৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। উপড়ে পড়েছে ব্যাপক গাছপালা। ৫ শতাধিক হেক্টর বোরো ফসলেরও ক্ষতি সাধিত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের দুই দফা ঘূর্নিঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ৫ শতাধিক বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের টিনের চাল ঝাজরা করে দিয়েছে ভারি শিলাবৃষ্টি। নি¤œ ও মধ্যবিত্ত শ্রেণির লোকজন সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। সরেজমিনে গেলে বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, বৃহস্পতিবারের অসময়ের কাল বৈশাখি ঝড়ে তার ইউনিয়নের দুই শতাধির ঘরবাড়ি ও শতাধিক হেক্টরের বোরো ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া দক্ষিণভাগ দক্ষিণ ইউপি, দাসেরবাজার, নিজ বাহাদুরপুর, দক্ষিণ শাহবাজপুর ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ব্যাপক বসতবাড়ির টিনের চালা ছিদ্র করে দিয়েছে শিলা বৃষ্টি। রাস্তাঘাটে ও ঘরবাড়িতে উপড়ে পড়েছে কয়েকশ’ গাছ। মারাত্মক বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নি¤œবিত্ত শ্রেণির মানুষজন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নেই ঝড় ও শিলাবৃষ্টি ক্ষয়ক্ষতি করেছে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরী করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।