1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বৃষ্টি বাঁচিয়ে দিল লঙ্কানদের

  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২১৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: স্বাগতিক ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজেও একই ফল পেতে যাচ্ছিল তারা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হারার পর তৃতীয় ম্যাচেও হারতে যাচ্ছিল তারা। তবে লঙ্কানদের বাঁচিয়ে দিল বৃষ্টি।

রবিবার ব্রিস্টলে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে টম কারানের বোলিং তোপে ১৬৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এর পর ভারী বৃষ্টির কারণে ব্যাটিংয়ে নামাই হয়নি ইংল্যান্ডের, খেলতে পারেনি একটি বলও। ফলে বিশ্বকাপ সুপার লিগের শেষ ম্যাচের ১০ পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।

এর আগে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। বাকি চার উইকেট তারা হারায় ৫০ রানের ব্যবধানে। দাসুন শানাকা ৪৮ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া ২০ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ইংলিশ বোলার টম কারান সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি করে উইকেট পান উইলি ও ওকস।

প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচটি ৮ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে ইংল্যান্ড। শেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগির পর সুপার লিগ টেবিলে ১২ ম্যাচে ইংল্যান্ড ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। আর শ্রীলঙ্কা ৯ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট সংগ্রহ করে ১১তম।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..