শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলে করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জিআর চাউল, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শ্রীমঙ্গলের মির্জাপুর, ভুনবীর ও সাতগাঁও ইউনিয়নে প্রায় আড়াই হাজার মানুষের মধ্যে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়। এদের মধ্যে ২১শত জনকে নগদ ৫শত টাকা করে ও প্রায় ৪শত জনকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান জানান, করোনাকালে ঘরে থাকা মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়। তিনি জানান, আগামী তিন দিনে উপজেলার বাকী ইউনিয়ন ও পৌরসভায় আরো সাড়ে ৫ হাজারসহ মোট ৮ হাজার মানুষকে নগদ ৩৫ লক্ষ টাকা ও এক হাজার কেজি বিতরণ করা হবে।